বিএম ইসমাইল, হাইমচর(চাঁদপুর):
হাইমচর উপজেলা ব্রাক কতৃক আয়োজিত মার্কেটিং ইনোভেশন ফর হেলথ কমিউনিটি মবিলাইজেশন কার্য্যক্রম (নতুন দিন) প্রোগ্রামে আদর্শ দম্পতি সম্মাননা প্রদান ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১১ আগষ্ট) মঙ্গলবার সকাল ১১টায় হাইমচর উপজেলা ব্রাকের আয়োজনে হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পানা (ভারপ্রাপ্ত) অফিসার গোলাম মোস্তাফা পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখে ভাইস-চেয়ারম্যান এসএম কবির, ব্র্যাক জেলা কর্মকর্তা বিদুৎ সাহা, জেলা ব্র্যাক প্রতিনিধি অমরেশ চন্দ্র দাস, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন, হাইমচর প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, ব্র্যাক ইউএইচসি ম্যানাজার আঃ আউয়াল পাটওয়ারী, হাইমচর উপজেলা ক্রেডিট প্রোগ্রাম অফিসার আঃ করিম সরকার প্রমূখ।
মতবিনিময় সভা শেষে আদর্শ দম্পতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।