উপজেলা সংবাদ

হাইমচরে অস্ত্রসহ ইয়াবা উদ্ধার : আটক ৮

বিএম ইসমাইল :

হাইমচরে শ্রমিকলীগ নেতা কানা জসিমের বাড়িতে পুলিশি অভিযান। অস্ত্রসহ ইয়াবা উদ্ধার। এপর্যন্ত এ মামলায় আটক আট জন।
হাইমচর থানা পুলিশ সূত্রে জানাযায় গত ১৭ আগষ্ট রাতে মাদক স¤্রাট ও ইয়াবা ব্যবসায়ী কানা জসিমকে আটক করতে গিয়ে পুলিশের উপর হামলা মামলায় গত ১৯ আগষ্ট তারিখে মামলার অন্যতম আসামী কানা জসিমের বাবা আনোয়ার হোসেন মরইন্নাকে আটক করে হাইমচর থানা পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে মরইন্না তার বাড়িতে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করে এবং তার স্বীকারক্তি অনুযায়ী পুলিশ ১৯ আগষ্ট রাত ১০টায় কানা জসিমের বাড়িতে বসত ঘরে অভিযান চালিয়ে ৩৬ ইঞ্চি ও ৩৩ ইঞ্চি আকারের দু’টি রাম দা ও ৯ পিচ ইয়াবা উদ্ধার করে।

পুলিশের উপর হামলার মামলা ছাড়াও অশ্র ইয়াবা উদ্ধারে হাইমচর থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে আনোয়ার হোসেন মরইন্নাকে আসামী করে আরেকটি মামলা দায়ের করে। মামলা নং ৯,তারিখ ২০-৮-২০১৫ইং। হাইমচর থানা অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের জানান মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের মধ্যে উল্লেখযোগ্য আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

Share