Home / চাঁদপুর / হাইমচরের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি চাঁদপুরে
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

হাইমচরের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি চাঁদপুরে

দেশজুড়ে সমালোচিত চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারীর ঘটনা তদন্ত করছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

শনিবার (৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি এখন নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে অবস্থান করে তথ্য সংগ্রহ করেন।

এই কমিটির অপর সদস্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মোস্তফা কামাল।
শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বিদ্যালয়ে অবস্থান করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলছেন।

তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, ৩ দিনের মধ্যে এই রিপোর্ট জমা দেয়া হবে। পুরো ঘটনাটি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে স্থানীয় সরকার বিভাগ গঠিত চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সারোয়ার জাহান-এর নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গত ২ ফেব্রুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
।। আপডটে, বাংলাদশে সময় ১ : ০০ এএম, ৫ ফেব্রুয়ারি ২০১৭ রোববার
ডিএইচ

Leave a Reply