চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালায় মেঘনার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ২০১৪ সাল থেকে এ ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
ইতোমধ্যে এলাকাবাসী ঈশানবালাকে রক্ষায় বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন সর্দারের নেতৃত্বে ও উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর সার্বিক সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি ও গণমাধ্যমের সহযোগিতায় এর চিত্র তুলে ধরা হয়েছে।
বিষয়টি সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির হস্তক্ষেপে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ৮৮ লাখ টাকার একটি প্রকল্প প্রাথমিক পর্যায় পেশ করে।
তড়িৎগতিতে প্রয়োজনীয়তা উপলদ্ধি করে প্রকল্পের কাজও শুরু করে । কাজ শুরু করতে না করতে ভাঙ্গনের তীব্রতা আরো বৃদ্ধি পেতে থাকে।
ইতোমধ্যেই ঈশানবালা বাজারের ৫০% ভেঙ্গে নিয়ে গেছে। প্রায় ৫০ টি ব্যবসা প্রতিষ্ঠান দ্রুততার সাথে সরাতে হয়েছে। বাহেরচর তদন্ত কেন্দ্র, ঈশানবালা জামে মসজিদ, চরকোড়ালিয়া প্রাথমিক ও ঈশানবালা এমজেএস উচ্চ বিদ্যালয় সহ ২ শতাধিক বাড়িঘর এখন ভাঙ্গনের তোপের মুখে।
সম্প্রতি একটি মানববন্ধনে অনতিবিলম্বে ভাঙ্গন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।
প্রতিবেদক- আবদুল গনি