Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ৫ জয়িতাকে সম্মনণা পুরস্কার প্রদান
women-haimchor

হাইমচরে ৫ জয়িতাকে সম্মনণা পুরস্কার প্রদান

নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা এ বিষয়ের আলোকে হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সম্মননা প্রদান করা হয়েছে।

এদের মধ্যে অর্থনৈতিক ভাবে সফলতায় চরভৈরবীর ফাহিমা আক্তার,শিক্ষায় ও চাকরী ক্ষেত্রে সফল হোসনেয়ারা,নারী নির্যাতন আইনী সহয়তায় মুরশেদা, জীবনের বিভীষিকায় সফলতা সুফিয়া বেগম, একজন সফল জননী হিসেবে পুরুস্কার পেলেন জাকিয়া বেগম।

সোমবার(৯ ডিসেম্বর) হাইমচর উপজেলা হল রুমে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরোফিনের সভাপতিত্বে ও আমেনা খাতুন ও রেখা নুর এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এম এ লতিফ, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শাহ আঃ বারেক বকাউল, নীলকমল ওচমানিয়া উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।

স্টাফ করেসপন্ডেট