Sunday, 03 May, 2015 06:56:18 PM
বিএম ইসমাইল:
‘বর্তমান আ’লীগ সরকার ক্ষমতা আসার পর হাইমচরের মাটি ও মানুষের প্রাণের দাবি হিসেবে মেঘনার ঘ্রাস থেকে ভিটা মাটি রক্ষার্থে নির্বাচনীয় ওয়াদা পালনের প্রতিশ্রুতি হাইমচর রক্ষা বাধ নির্মান করা হয়েছে। নদী ভাঙ্গন প্রতিরোধ বাধ নির্মান করায় আজ হাইমচরের মানুষ নদী ভাঙ্গনের আতংকে থাকতে হয় না।’
হাইমচরে প্রাথমিক শিক্ষায় অসামন্য অবদানের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীকে প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে চাঁদপুর হাইমচর ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ঠ্রমন্ত্রী ডাঃ দীপু মনি এসব কথা বলেন।
রোববার সকাল ১০ টায় উপজেলা হল উপজেলা শিক্ষা অফিসার রাজিয়া বেগমের সভাপতিত্বে ও মডেল সপ্রাবি সহকারী শিক্ষক মোঃ মামুন খানের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ডাঃ জে আর ওয়াদুদ টিপু, জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক এডঃ জহিরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, সাবেক শিক্ষক সমিতির সম্পাদক ডাঃ হাফেজ, নুর মোহাম্মদ মাষ্টার, সহকারী শিক্ষক আনোয়ার মাষ্টার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার মুন্সি, নাছির মাষ্টার, সালাউদ্দিন প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে ডাঃ দীপু মনি মাছের পোনা অবমুক্ত ও কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন করেন।
চাঁদপুর টাইমস/ডিএইচ/বিএমআই/২০১৫