বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে মতলবে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

মতলব পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ আওলাদ হোসেন লিটন বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

এ পৌরসভায় ২২টি কেন্দ্রের মধ্যে ২১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মোঃ আওলাদ হোসেন লিটন (নৌকা প্রতীক) পেয়েছেন ২৩ হাজার ৯শ ৬৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ এনামুল হক বাদল (ধানের শীষ প্রতীক) ৭ হাজার ৬শ ৮৫ভোট পেয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাসুদ মিয়াজী (হাতপাখা প্রতীক) ৪৮০ ভোট পেয়েছেন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন।

মতলব পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডের আ’লীগ সমর্থিত কাউন্সিলর আবুল বাসার পারভেজ (প্রতীক- উটপাখি), ২নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন পাটোয়ারী (প্রতীক উট পাখি), ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষ (প্রতীক- টেবিল ল্যাম্প), ৪নং ওয়ার্ডের আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধা (প্রতীক টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ডের ওয়াজ উদ্দিন প্রধান (প্রতীক- উট পাখি), ৬নং ওয়ার্ডের মামুনুর রশিদ মৃধা (প্রতীক- টেবিল ল্যাম্প), ৭নং ওয়ার্ডের আহিজল মুন্সী (প্রতীক- উট পাখি), ৮নং ওয়ার্ডের মামুন চৌধুরী বুলবুল (প্রতীক পানির বোতল)। এছাড়া ৯নং ওয়ার্ডের আব্দুল হাই (প্রতীক- ডালিম) এগিয়ে রয়েছেন। মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত ১নং ওয়ার্ডের দিনারা আক্তার বিপ্লবী (প্রতীক-কাঁচি), ২নং ওয়ার্ডের জোহরা খাতুন (প্রতীক- আঙ্গুর)। সংরক্ষিত ৩নং ওয়ার্ডের একটি কেন্দ্র স্থগিত রয়েছে। কিন্তু মাইরিন সুলাতানা সেখানে এগিয়ে রয়েছে।

পৌরসভার ২১টি ভোট কেন্দ্র হচ্ছে- পূর্ব বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৮শ, এনামুল হক বাদল ১শ, মাসুদ মিয়াজী ৪, দক্ষিণ বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৭শ ২০, এনামুল হক বাদল ২শ ৩৫, মাসুদ মিয়াজী ২৯, পশ্চিম বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৩৮, এনামুল হক বাদল ২শ ১৮, মাসুদ মিয়াজী ১০, দগরপুর আঃ গনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ৬শ ৫৫, এনামুল হক বাদল ২শ ৩৬, মাসুদ মিয়াজী ৪২, ধনারপাড় ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৬৮, এনামুল হক বাদল ১৯, মাসুদ মিয়াজী ১, পৈলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৪শ ১৩, এনামুল হক বাদল ১শ ৬৪, মাসুদ মিয়াজী ৩৭, মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় (পুরুষ কেন্দ্র) কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৮শ ২, এনামুল হক বাদল ১শ ১০, মাসুদ মিয়াজী ১০, মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় (মহিলা কেন্দ্র) কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ২হাজার ৫৯, এনামুল হক বাদল ৮৯, মাসুদ মিয়াজী ১৯, মতলব ডিগ্রি কলেজ কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ১শ ৩, এনামুল হক বাদল ১শ ৯৮, মাসুদ মিয়াজী ০০, চরমুকুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ২হাজার ৪৮, এনামুল হক বাদল ৯৫, মাসুদ মিয়াজী ০, চরনিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ৮শ ৫৯, এনামুল হক বাদল ০, মাসুদ মিয়াজী ০, শ্রীবর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৭৯, এনামুল হক বাদল ১শ ৩১, মাসুদ মিয়াজী ১৮, শোভনকর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৫শ ১৭, এনামুল হক বাদল ২শ ৬২, মাসুদ মিয়াজী ২, উত্তর দিঘলদী জোড়পুল ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৫, এনামুল হক বাদল ৬শ ৭৬, মাসুদ মিয়াজী ১২, নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ২শ ৮৫, এনামুল হক বাদল ১হাজার ১শত ৫৯, মাসুদ মিয়াজী ০০, ঢাকিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ২শ ৯৮, এনামুল হক বাদল ১হাজার ২১, মাসুদ মিয়াজী ৬, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় (পুরুষ কেন্দ্র) কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ৩শ ৩২, এনামুল হক বাদল ৮শ ৩৯, মাসুদ মিয়াজী ৪২, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় (মহিলা কেন্দ্র) কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ২শ ৮৮, এনামুল হক বাদল ৮শ ২৫, মাসুদ মিয়াজী ৩১, দিঘলদী এমএ ছাত্তার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ৩শ ৬৩, এনামুল হক বাদল ৫শ ৭৮, মাসুদ মিয়াজী ৯৫, বরদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৯শ ২৩, এনামুল হক বাদল ৩শ ৭০, মাসুদ মিয়াজী ১০, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র স্থগিত, দিঘলদী জাফরিয়া মাদ্রাসা কেন্দ্রে মোঃ আওলাদ হোসেন লিটন ১হাজার ৩শ ১০, এনামুল হক বাদল ৩শ ৬০, মাসুদ মিয়াজী ২০ ।

এছাড়া মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি বিভিন্ন অভিযোগে স্থগিত করা হয়েছে।

Share