মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেছেন, প্রবাসীরা যে কোনো সময় দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন। বাংলাদেশিদের জন্য আমাদের দরজা ২৪ ঘণ্টা উন্মুক্ত।
বৃহস্পতিবার ১২ মে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
বৈঠকে ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী বলেন,‘প্রবাসীদের সঙ্গে মিলেমিশে যথাযথ সেবা দেয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশনার।
দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে দূতাবাস সক্রিয় ভূমিকা রাখছেন বলে তিনি মন্তব্য করেন।’
এসময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার,কেন্দ্রিয় পরিচালক ড.মুহাম্মদ মাসুম চৌধুরী ও এমএ মালেক।
১৪ মে ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur