Home / সারাদেশ / হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৬
হাইওয়ে এক্সপ্রেসের

হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৬

মাদারীপুরের শিবচরে হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে খাদে পড়েছে যাত্রীবাহী বাস। এতে নিহত হয়েছে অন্তত ১৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রোববার সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

জানা যায়, রোববার সকালে ঢাকার উদ্দেশে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি।

স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালের দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার দিকে আসছিল। পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে উল্টে পড়ে। এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরও দুইজন।

রোববার সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৫ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোথা থেকে বাসটি ছেড়ে এসেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

ওসি মোফাজ্জেল হক বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। বহু হতাহত রয়েছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।’

টাইমস ডেস্ক/ এএস/ ১৯ মার্চ ২০২৩