সুস্থ রাখতে দেহযন্ত্র, হাঁটাই হোক মূলমন্ত্র। এই শ্লোগানকে ধারন করে ৯ম জাতীয় হাঁটা দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ ওয়াকিং ক্লাবের হাটা উদযাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সকাল ৭টায় চাঁদপুর শহরের রেলওয়ে কোট স্টেশন প্লাটফর্ম থেকে এই হাঁটা কর্মসূচি শুরু করেন ক্লাবের সদস্যরা। এই সময় তারা প্লাটফর্ম থেকে শুরু করে চাঁদপুর শহরের বড় স্টেশন ত্রিনদীর মোহনা হয়ে, স্ট্যান্ট রোড ও পাল বাজার সহ শহরের বেশ কয়েকটি সড়ক পদক্ষীন করে পুনরায় প্ল্যাটফর্মে গিয়ে হাঁটা শেষ করেন তারা।
হাঁটা শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, শেখ মহিউদ্দিন রাসেল। বাংলাদেশ ওয়াকিং ক্লাব চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম আর শোভনের পরিচালনায় এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, ক্লাবের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সদস্য মোঃ দলিলুর রহমান, মোঃ সোহরাব হোসেন, মোঃ শাহ আলম, মোঃ শামীম মোঃ হামিদ, মোঃ ফরহাদ, মোঃ নাঈম, মোঃ ফয়সাল, মোহাম্মদ মজিদ, মোঃ মাসুদুর রহমান, মোঃ মাঈনুল ইসলাম, ছোটন, রাজীব ও শুভ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিবেদক:কবির হোসেন মিজি, ১১ জানুয়ারি ২০২৪