ঠাকুরগাঁওয়ের হরিপুরে মনোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মনোয়ার হোসেন হরিপুর উপজেলার বীরগড় গ্রামের মুসা আলীর ছেলে।
মনোয়ারের বাবা মুসা আলী জানান, সোমবার বিকাল থেকে মনোয়ার হোসেনের নিখোঁজ ছিল। তাকে খোজা হয়। এক পর্যায় রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে প্রায় তিনশত গজ দক্ষিণে পূর্ব দিকে বাশঝাড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এদিকে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্নহত্যা ময়না তদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে।
কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও
: আপডেট, বাংলাদেশ ২: ০০ পিএম, ০৫ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur