সারাদেশ

হরিপুরে ভটভটির ধাক্কায় শিশু নিহত

হরিপুরে ডিজেল চালিত ভটভটির ধাক্কায় জুনায়েদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চৌরঙ্গী-কাঠালডাঙ্গী সড়কের আফজালদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

জুনায়েদ রানীশংকৈল উপজেলার রসুনপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

নিহত জুনায়েদের নানা ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গত কয়েক দিন আগে হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও (আফজালদীঘি) গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার পাঁকা রাস্তায় খেলার সময় পাট বোঝাই ডিজেল চালিত ভটভটি ধাক্কা দিয়ে জুনায়েদ ঘটনাস্থলেই মারা যায়।

হরিপুরে ভটভটির প্রচণ্ড ধাক্কায় শিশু নিহতহরিপুরে ভটভটির প্রচণ্ড ধাক্কায় শিশু নিহত

About The Author

প্রতিবেদক- কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট
Share