ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এএসএএসএ এর আয়োজনে এবং সিপিএইচডি এর সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র মাসুদ রানা, কমলাকান্ত রায় (মেডিক্যাল টেকনোলোজিস্ট রংপুর) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র রেজাউল করিম।
রক্তের গ্রুপ নির্ণয় শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, আরো উপস্থিত ছিলেন ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র বর্মন, ধীরগঞ্জ-বকুয়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম প্রমুখ।
আপডেট: ০৭:২৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার চাঁদপুর টাইমস :প্রতিনিধি/এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur