হরিপুরে পল্লীবিদ্যুৎ উদ্বোধন

কবিরুল ইসলাম কবির, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি | আপডেট: ০৭:৩৭ অপরাহ্ণ, ২৬ আগস্ট ২০১৫, বুধবার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাবদা, রুহিয়া ও বেতনা বিওপি এলাকায় পল্লী বিদ্যুতের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১টায় বকুয়া ইউনিয়নের চাবদা, রুহিয়া ও বেতনা বিওপি এলাকায় ৫.৬০ কি. মি. পল্লী বিদ্যুতের উদ্বোধন করেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পল্লী বিদ্যুতের জিএম খালেকুজ্জামান, পীরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম একেএম মাসুদুর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার সহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, থানা অফিসার ইনচার্জ আকতারুজ্জামান প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলমগীর, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দুর রহমান, জামাল উদ্দীন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন ও যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, বকুয়া ইউনিয়নের চাবদা, রুহিয়া ও বেতনা বিওপি এলাকায় ৩০৪টি পরিবার পল্লী বিদ্যুতের সুবিধা গ্রহণ করবেন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share