হরিপুরে চেয়ারম্যান পদে আ’লীগে ৪, বিএনপি’র ১ ও বিদ্রোহী ১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনী ফলাফলে চেয়ারম্যান পদে ৪টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি ও ১টিতে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
গেদুড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ৪৭৮৬ (নৌকা) ভোট পেয়ে ও তাঁর নিকটতম প্রতিদন্দ্বী আ’লীগের বিদ্রোহী প্রার্থী ইউনুস ৪০৭১ (ঘোড়া), আমগাঁও ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশুল হুদা তালুকদার ৭১৮৫ নৌকা ও তাঁর নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ইসমাঈল হোসেন ৪২৩৬ (ধানের শীষ), বকুয়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী আবুল কাসের বর্ষা ৬৩১৯ (ধানের শীষ) ও তাঁর নিকটতম প্রার্থী আ’লীগের মনোনীত প্রার্থী আবু তাহের ৬০৮৮ (নৌকা), ডাঙ্গীপাড়া ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনি ৬৭১২ (নৌকা) ও তাঁর নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আহসান হাবীব চৌধুরী ৪৮৭৭ (ধানের শীষ), হরিপুর সদর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান মংলা ৬৯৬৮ (আনারস) ও তাঁর নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি’র মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ৪৮৪৭ (ধানের শীষ) এবং ভাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলী সরকার ৪২৪৯ (নৌকা) ও তাঁর নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী করিমুল হক ২৮৬৩ (চশমা) ।

হরিপুরে চেয়ারম্যান পদে আ’লীগে ৪, বিএনপি’র ১ ও বিদ্রোহী ১হরিপুরে চেয়ারম্যান পদে আ’লীগে ৪, বিএনপি’র ১ ও বিদ্রোহী ১

About The Author

কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট

||আপডেট: ০৭:১৩  অপরাহ্ন, ০১ এপ্রিল ২০১৬, শুক্রবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share