Home / সারাদেশ / হরিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

হরিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

সোমবার২৩ আগস্ট, ২০১৫   ০৮ : ০৯ অপরাহ্ন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইখতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান প্রধান প্রেসক্লাব সভাপতি শফিকুল আজম সুজাসহ সংশ্লিষ্ট উপজেলার ইউপি চেয়ারম্যানগণ।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/2015।