চাঁদপুর ফরিদগঞ্জে ধানুয়া বাজার এলাকায় খড়ের পালায় আগুন লেগে মায়া(০৭) নামে এক শিশুর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিদগ্ধ মায়া ধানুয়া ৯নং ওয়ার্ড গাজি বাড়ির ইসমাইল গাজীর মেয়ে।
অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। মায়ার অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করে।
আহতের মা তাসলিমা বেগম বলেন, ‘দুপুরে মায়া ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে শাহজান গাজীর জমিতে সহকর্মীদের নিয়ে খেলতে যায়। এ সময় তার সাথে থাকা শিশুরা খেলার ছলে খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এ সময় সেই আগুন মায়ার গায়ের কাপড়ে লেগে গিয়ে সে অগ্নিদগ্ধ হয়।’
পরে তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আসিফ উল হাসান চৌধুরী বলেন, ‘মায়ার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।শিশুটির মাথা ছাড়া শরীরের পুরো অংশ অগ্নিদগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ব্যবহার করা হয়েছে।’
স্টাফ করেসপন্ডেট
২৭ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur