Home / চাঁদপুর / চাঁদপুরে নেপথা খেয়ে একই পরিবারের দু’শিশু হতাহত
চাঁদপুরে নেপথা খেয়ে একই পরিবারের দু’শিশু হতাহত

চাঁদপুরে নেপথা খেয়ে একই পরিবারের দু’শিশু হতাহত

নেপথা খেয়ে একই পরিবারের এক বছর বয়সী জেসমিন আক্তার নিহত ও চার বছর বয়সী ইয়াসমিন আক্তার গুরুতর অসুস্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলার হানারচন ইউনিয়নের হরিনা গ্রামের ছৈয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।

দুই শিশু ওই বাড়ির ইয়াসিন ছৈয়ালের মেয়ে।

দু’শিশুর মা ফাতেমা বেগম চাঁদপুর টাইমসকে জানান, ঘরের শোকেজে রাখা জামা কাপড় পোকা মাকড় থেকে ভালো রাখার জন্য তিনি বহুদিন আগে পোশাকে নেপথা দিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে তার দু’শিশু মেয়ে খেলার ছলে তাদের অজান্তে কাপড়ে রাখা ওই নেপথা মুখে নেয়। তার কিছুক্ষণের মধ্যে ছোট মেয়ে জেসমিন ও বড় মেয়ে ইয়াসমিন অসুস্থ হয়ে পড়লে তারা দু’শিশু মেয়েকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। তার কিছুক্ষন পরই ছোট মেয়ে জেসমিন চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

বড় মেয়ে ইয়াসমিনের অবস্থা আশংকাজনক দেখে তার উন্নত চিকিৎসার জন্য কর্মরত চিকিৎসক তাকে ঢাকা হাসপাতালে প্রেরণ করেন।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ০০ পিএম, ১৫ জুন ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply