Home / চাঁদপুর / হরিণা ফেরিঘাটে জেলিযুক্ত ১৫ মণ চিংড়ি জব্দ
হরিণা

হরিণা ফেরিঘাটে জেলিযুক্ত ১৫ মণ চিংড়ি জব্দ

চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে চট্টগ্রামগামী বাস থেকে জেলিযুক্ত ৬০০ কেজি (১৫ মণ) চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

২ আগস্ট মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ২টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সদস্যরা হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালান। অভিযান চলাকালে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে বিষাক্ত জেলি পুশ করা প্রায় ৬০০ কেজি চিংড়ি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, দুপুরে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়। জনস্বার্থে কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

স্টাফ করেসপন্ডেট, ২ আগস্ট ২০২২