বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলাও পৌর ছাত্রদল চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে বুধবার (১ নভেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল করেছে।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, ছাত্রদলের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন পাটওয়ারীর নির্দেশে ছাত্রদল রাজপথে আছে।
বিএনপির নেতাকর্মীদের উপর মামলা হামলা বন্ধ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনার দাবি করেন তারা।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কাসেম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মঞ্জুর হোসেন রনি, পৌর ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান রাঢ়ি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ তপদার, সোহাগ পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, কলেজ ছাত্রদল নেতা সোহাগ তপদার, পৌর ছাত্রনেতা আরমান হোসেন, জাহিদ, মোতালেব, আকাশ, ৬নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন, ১০নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল, ১২নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মিঠু, ১৬নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহির হোসেন, ১নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল, ১৪নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ, ১২নং ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক আনোয়ার হোসেন, ৭নং ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক অহিদ, সাংগঠনিক সম্পাদক কাউছার হোসেন, ৫নং ইউনিয়ন ছাত্রদলের রাসেল, ১৬নং ইউনিয়ন ছাত্রদলের আজাদ, ১৫নং ইউনিয়ন ছাত্রদলের রুবেল, উপজেলা ছাত্রদল নেতা এমরান বেপারী, রাসেল, তানহা, মনির, স্বপন, মানিক, শরিফ প্রমুখ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১০:০৩ পিএম, ১ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ