রাজনীতি

‘হরতাল অবরোধের কারণে পাসের হার কমেছে’

চাঁদপুর টাইমস, ঢাকা:

হরতাল অবরোধের কারণে পাশের হার কমেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, পরীক্ষার সময় হরতাল-অবরোধ দেওয়ার কারণে বার বার সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দেওয়ার অনুরোধ করার পরেও হরতাল অবরোধ প্রত্যাহার করা হয়নি।

এর আগে, রোববার সকাল ১০টায় তিনি গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দেন।
শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাশের হার ৬৯.৬%। জিপি-এ ৫ পেয়েছে ৪২ হাজার ৮’শ ৯৪জন।
রোববার বেলা ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে।

চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।

Share