হরতালে লঞ্চ চলাচল স্বাভাবিক হলেও যাত্রী কম

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। আজ রোববার ভোর থেকেই চাঁদপুর, ভোলা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সদরঘাট থেকে ছেড়ে গেছে লঞ্চ। দেশের বিভিন্ন অঞ্চল থেকেও সদরঘাটে লঞ্চ এসেছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা গেছে, সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা। লঞ্চ চলাচলের সঙ্গে বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘কাল রাত থেকেই লঞ্চ চলাচল স্বাভাবিক। সকাল থেকেও সব রুটে লঞ্চ আসা-যাওয়া করছে। তবে যাত্রী একদম কম। হরতালে বিশৃঙ্খলার আশঙ্কায় মানুষ (যাত্রী) আসছে না।’

টাইমস ডেস্ক/২৯ অক্টোবর ২০২৩

Share