Home / উপজেলা সংবাদ / সীমাবদ্ধতায় থেকেও শিক্ষাঙ্গন উন্নয়নের চেষ্টা করবো : হাজীগঞ্জ পৌর মেয়র
সীমাবদ্ধতায় থেকেও শিক্ষাঙ্গন উন্নয়নের চেষ্টা করবো : হাজীগঞ্জ পৌর মেয়র

সীমাবদ্ধতায় থেকেও শিক্ষাঙ্গন উন্নয়নের চেষ্টা করবো : হাজীগঞ্জ পৌর মেয়র

আমার সীমাবদ্ধেও মধ্য থেকে শিক্ষাঙ্গনের উন্নয়নের চেষ্টা করবো। কেননা ডিজিটাল বাংলাদেশের মধ্যে তাল মিলিয়ে চলতে হলে উন্নয়নের ছোঁয়া প্রয়োজন। পুরুষের পাশা-পাশি মেয়েরাও আজ আর পিছিয়ে নেই। যার উদাহরন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় হাজীগঞ্জে বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজীগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন এসব কথা বলেন।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা উম্মে শায়কা দিলরুবা আক্তার দিপ্তির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. কবির উদ্দিন ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. আ. আউয়াল, সহকারী শিক্ষা অফিসার মো. আকতার হোসেন, মো. জামাল হোসেন.নাসরিন সুলতানা, রিসোর্স এর ইন্সট্রাক্টর মো. সারোয়ার হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আবুল ফারাহ্, মো. মামুনুর রশিদ স্বপন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক তপাদার,সাধারন সম্পাদক এবং বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মজিবুল হক প্রমুখ ।

একই দিন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র আ স ম মাহবুব-উল-আলম লিপন ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. সৈয়দ আহমেদ খসরু ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সমীর লাল দও,পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধাঁ কান্ত রাজু, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মো.জামাল হোসেন, সাধারন সম্পাদক লিটন ভূঁইয়া,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ ।