রাজনীতি

হরতালসহ জামায়াতের ৩ দিনের কর্মসূচি

দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের ‘প্রতিবাদে’ আগামী বৃহস্পতিবার (১২ মে) দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে কুখ্যাত ‘আলবদর বাহিনীর’ প্রধান নিজামীর ফাঁসি মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়। নিজামীর দণ্ড কার্যকরের খবর আসার পরপরই দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি দলের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী বৃহস্পতিবার (১২ মে) ভোর পাঁচটা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালন করা হবে।’

এছাড়া আগামী বুধবার সারাদেশে ও প্রবাসে নিজামীর আত্মার মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা ও শুক্রবার দেশব্যাপী দোয়া কর্মসূচি পালন করা হবে বলেও জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, ‘নিজামীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি সরকারের এহেন প্রতিহিংসাপরায়ণ রাজনীতির তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’ (সূত্র সমকাল)

নিউজ ডেস্ক : আপডেট ১০:২৫ এএম, ১১ মে ২০১৬, বুধবার
ডিএইচ

Share