সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা,নড়াইলে শিক্ষক লাঞ্চিত ও সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন করেছে শিক্ষক নেতৃবৃন্দ।
রবিবার ৩ জুলাইা কচুয়া বিশ^রোড এলাকায় উপজেলা শিক্ষা পরিবারের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা কলেজ,স্কুল ও মাদ্রাসার সমন্বয়ক মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্যাহ পাটওয়ারী,সাবেক সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী,মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী আক্কাছসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেতৃবৃন্দ মৌন মানববন্ধনে অংশগ্রহন করেন।
এসময় বক্তারা শিক্ষক হত্যাকারী ও লাঞ্চনা করায় দৃষ্টান্তকারীদের শাস্তির দাবি জানান তারা।
জিসান আহমেদ নান্নু,
৩ জুলাই ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur