ফরিদগঞ্জ

হঠাৎ মসজিদ মাইকে ঘোষণা ‘গ্রামবাসী ভোট দিতে আসুন’

বিছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সোমবার (৩১ অক্টোবর) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার স্থগিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনায় চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এখলাশপুর ভোট কেন্দ্রের পাশের মসজিদ থেকে দুপুর সাড়ে ১২ টার সময় ঘোষণা আসে ‘নির্বাচন সুষ্ঠু হচ্ছে কোনো ভয় নেই। গ্রামবাসী আপনারা নির্বিঘেœ ভোট দিতে আসুন।’

এই ঘোষনার পর পুলিশ তাৎক্ষণিক মসজিদে ছুটে গিয়ে ঘোষণাকারী ব্যক্তিকে ধরার চেষ্টা করে। কিন্তু পুলিশ আসার আগেই সে পালিয়ে যায়।
এদিকে ১১ নং ইউনিয়নের তিনটি কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটায় সাংবাদিকরা একত্রিত হয়ে অনেকটা মিলন মেলার মতো সকাল থেকে বিকাল পর্যন্ত দিনটি অতিবাহিত করে।

অপরদিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জালভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় শাকিল ও লিপি নামে দুই জন। শাকিলকে ভ্রাম্যমান আদালত ১০ দিনের কারাদন্ড প্রদান করে। অপরদিকে লিপির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আতাউর রহমান সোহাগ: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ৩১ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

Share