সারাদেশ

হঠাৎ ধানক্ষেতে নেমে গেলো হেলিকপ্টার, অতঃপর…

হঠাৎ ধানক্ষেতে নেমে গেল হেলিকপ্টার। আর এরপরই হাজারো উৎসুক জনতা ভিড় করে হেলিকপ্টার দেখতে। ১৯ জানুয়ারি রোববার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের হেলিকপ্টারটি ঢাকা থেকে দিনাজপুরে যাচ্ছিল। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং ঘন কুয়াশার কারণে শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে হেলিকপ্টারটির জরুরি অবতরণ করান পাইলট।

হঠাৎ করে ধানক্ষেতে হেলিকপ্টার অবতরণ করায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের অনেকেই হেলিকপ্টারের কাছে ছুটে যান। পরে পাইলট বিষয়টি খুলে বললে আতঙ্ক কেটে যায়।

ধানক্ষেতটিতে ঘণ্টাখানেক অবস্থান করার পর হেলিকপ্টারটি ফের দিনাজপুরের উদ্দেশে রওনা দেয়।

বার্তা কক্ষ, ২০ জানুয়ারি ২০২০

Share