লাইফস্টাইল

হঠাৎ কুকুর তাড়া করলে কী করা উচিত?

রাস্তাঘাটে কুকুরের তাড়া খাননি এমন মানুষ খুব কমই রয়েছেন। হঠাৎ কুকুর তাড়া করলে কী করা উচিত সে বিষয়ে অনেকেরই কিছু জানা নেই।

ফলে কুকুরের তাড়ায় মারাত্মক পরিস্থিতির মুখে পড়তে হয়। এ লেখায় জেনে নিন হঠাৎ কুকুর তাড়া করলে কী করবেন।

১. ভয় পাবেন না
কুকুরের মতো প্রাণীদের বুদ্ধি আপনার ধারণার চেয়েও বেশি। তারা সর্বদা বুঝতে পারে, কে তাদের দেখে ভয় পাচ্ছে। আর যারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, তাদের বেশি করে তাড়া করে এরা। তাই ভয় পাওয়া যাবে না কোনোভাবেই। তাই কুকুর তাড়া করলে ঘুরে দাঁড়ান। উল্টো হুমকি দিন। আপনি যদি পালানোর চেষ্টা করেন তাহলে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে।

২. থেমে যান, ধীরে হাঁটুন
হাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি ধীর করুন। তাকে বোঝান যে, আপনি ভয়ে পালাচ্ছেন না।

৩. সরাসরি তাকাবেন না
কুকুরের চোখের দিকে সরাসরি তাকাবেন না। এতে কিছু কুকুর আগ্রাসী হয়ে ওঠে। তারা আপনাকে হুমকি মনে করতে পারে। তাই তাকে পাত্তা না দিয়ে আস্তে করে হেঁটে পার হয়ে আসুন।

৪. মনোযোগ ঘুরিয়ে দিন
কুকুরকে অন্য কোনো জিনিস দিয়ে মনোযোগ ঘুরিয়ে দিন। এতে আপনাকে বাদ দিয়ে এটি অন্য কোনো বিষয়ে মনোযোগী হবে। যেমন আপনার কাছে যদি খালি বোতল বা এ ধরনের বাতিল কোনো জিনিস থাকে তাহলে তা দিয়ে দিন। বিপদে পড়লে প্রয়োজনে জুতাও দিয়ে দিতে পারেন। এতে সে জিনিসটির দিকে মনোযোগী হবে কুকুর।

৫. ফিরে যেতে বলুন
কুকুর যদি আপনার দিকে আগ্রাসী হয়ে আসতে থাকে তাহলে ভয় পাবেন না। আপনি কুকুরটির মালিক হলে যা করতেন, তাই করুন। এর দিকে আদেশের সুরে বলুন- ফিরে যেতে। কিংবা অন্য কোনো দিকে যাওয়ার নির্দেশ করুন। (ব্রাইট সাইড অবলম্বনে ওমর শরীফ পল্লব)

Share