বিয়ে করতে চলেছেন ভারতের কমেডি কুইনখ্যাত ভারতী সিং। জানা গেছে, আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। যার সাথে পরিনয়ে নিজেকে বাঁধতে যাচ্ছেন, তিনি ‘কমেডি সার্কাস’ অনুষ্ঠানের চিত্রনাট্যকার হর্ষ লিম্বাসিয়া।
হঠাৎ করে বিয়ের খবর দিয়ে পুরো মিডিয়াকে চমকে দিয়েছেন ভারতী। জানা গেছে, অনেকদিন ধরেই নাকি হর্ষের সাথে প্রেম চলছিল তার। কমেডিয়ান অভিনেত্রী ভারতী জানালেন, আগামী বছরেই বিয়ের কাজ সেরে ফেলতে চলেছেন এই জুটি।
ভারতী আরও জানিয়েছেন, প্রতিটি মেয়ের মতোই বিয়ে নিয়ে তারও স্বপ্ন রয়েছে। বিয়ের পর টিপিকাল হাউজ ওয়াইফ হতে চান তিনি। মিডিয়ায় কাজ কমিয়ে দেয়ার কথাও জানালেন তিনি।

তিনি বলেন, ‘সংসারে সম্পূর্ণ মনোযোগ দিতে চাই। স্বামীর দেখাশোনা করা, ছেলেমেয়েদের জন্য রুটি বানানোর মতো কাজ করতে চাই। মোট কথা আর পাঁচটা হাউজ ওয়াইফের জীবন চাই আমি।’
বিনোদন নিউজ ডেস্ক || আপডেট: ০৫:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur