চলতি বছরের মার্চ থেকে চালু হচ্ছে মানবাধিকার কমিশনের ‘হটলাইন’ সার্ভিস। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্তে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে মানবাধিকার কমিশনের ‘১৬১০৮’ হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক একথা জানান।
তিনি বলেন,‘জনবল কম থাকায় অফিস আওয়ারে এ নম্বর চালু থাকবে। এখানে অভিযোগগুলো রেকর্ড করে রাখা হবে। এরপর অভিযোগ অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আমদের দেশে নানাভাবে নারী,শিশু ও সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। তাই যখন কোথাও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে তখনই মানবাধিকার কমিশনকে জানানোর জন্য এ হটলাইন চালু করা হচ্ছে। হটলাইনের নম্বরটি টোল ফ্রি হবে। তাই ওই নম্বরে কল করে অভিযোগ জানাতে মোবাইল থেকে কোনো চার্জ কাটবে না।
এর আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত ‘শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সরকারের বাজেট পর্যালোচনা’ শীর্ষক মিট দ্য প্রেসে বক্তব্য দেন তিনি। সূত্র: বিডিনিউজ ২৪
বার্তা কক্ষ
আপডেট,বাংলাদেশ সময় ৫:১০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবা
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur