চালুর ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরবের একটি ইলেকট্রনিক পোর্টালে দেশটির হজ প্রত্যাশীদের সাড়া পড়ে গেছে। সেখানে সাড়ে ৪ লাখের বেশির আবেদন জমা পড়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানায় আরব নিউজ।
আবেদনকারীদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ ও বাকিরা নারী।এবারের হজ দেশটির নাগরিক ও বাসিন্দাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। করোনাভাইরাসের কারণে তীর্থযাত্রীর সংখ্যা ৬০ হাজার নির্ধারণ করা হয়েছে।
হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ড. আবদুল ফাতাহ মাশাত জানায়, এ বছর শুধু ১৮ বছরের বেশি বয়সীরা হজ পালনের সুযোগ পাবেন। হজে বাচ্চাদের নেওয়া যাবে না। এ ছাড়া টিকা বাধ্যতামূলক করা হয়েছে।
আগে হজ পালন করেননি এমন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের এবারের হজে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানানো হয়।
২৩ জুন পর্যন্ত সৌদি নাগরিক ও বাসিন্দাদের নিবন্ধনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
প্রতিবছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালনের উদ্দেশ্য সৌদি আরব যান। কিন্তু করোনা সংক্রমণের জেরে ২০২০ সালে ২২২ বছরে প্রথমবার বাতিল হয় হজ। সেইবার নিয়ে সীমিত পরিসরে হজের আয়োজন করে সৌদি। বছর ঘুরলেও বদলায়নি পরিস্থিতি।
ঢাকা চীফ ব্যুরো, ১৬ জুন, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur