হজ ফ্লাইট শুরু : ১৪ জুলাই

চলতি বছরের ১৪ জুলাই থেকে ১৫ আগস্ট ২০১৮ পর্যন্ত হ্জযাত্রী সৌদি আরবে নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৮৭টি ফ্লাইটে ৬৩ হাজার ৬০০ জন হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে সৌদি আরবে যেতে পারবেন।

গত ২৭ মে ২০১৮ থেকে বিমান ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ হজ টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে। বুধবার (৪জুলাই) ৭টা পর্যন্ত ৪৫ হাজার ৭৭৯ টি টিকিট বিক্রি হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে জানান বিষয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ জুলাই থেকে ১০ আগস্ট সময়কালের হজ ফ্লাইট সমূহের ১৬ হাজার টিকিট অবিক্রিত রয়েছে। বিমানের পক্ষ থেকে হজ এজেন্সিগুলোকে অবিলম্বে টিকিট ক্রয়ের জন্য অনুরোধ করা হচ্ছে। যাতে শেষ মুহূর্তে যাত্রীর অভাবে ফ্লাইট বাতিল করতে না হয়। কোন সম্মানিত হজযাত্রীকে অনিশ্চয়তার সম্মুখীন হতে না হয়। এ বছর নির্ধারিত ফ্লাইটে হজযাত্রী পরিবহনে ব্যর্থ হলে সৌদি আরবে অতিরিক্ত কোন স্লট বরাদ্দ পাওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Share