বছরের প্রথম দিন সারাবিশ্বে জন্মগ্রহণ করেছে প্রায় তিন লাখ ৯৫ হাজার ৭২ শিশু। আর এদের মধ্যে সর্বাধিক শিশুর জন্ম দিয়ে প্রথম স্থানে রয়েছে ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত।
এরমধ্যে নতুন বছরের প্রথম দিনেই বাংলাদেশে অন্তত ৮৪২৮ শিশুর জন্ম হবে বলে জানিয়েছে ইউনিসেফ।
সারাবিশ্বে বছরের প্রথম দিনে যে পরিমাণ শিশুর জন্ম হবে তার মধ্যে ২.১৩ শতাংশের জন্ম হবে বাংলাদেশে। নতুন বছরের এই দিনে সারাবিশ্বে অন্তত ৩৯৫,০৭২ শিশু জন্ম নেবে।
সারাবিশ্বের বিভিন্ন শহরে হুল্লোড়কারীরা শুধু নতুন বছরকেই অনেক অনেক আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানাবে না বরং তাদের শহরের সবচেয়ে নতুন ও সবছেয়ে ছোট বাসিন্দাদেরও স্বাগত জানাবে তারা।
ইউনিসেফ বলছে, ভারতে এই দিনে জন্ম নেবে ৬৯,৯৪৪ শিশু আর পাকিস্তানে ১৫,১১২ জন।
জন্ম নেওয়া শিশুদের চার ভাগের একভাগেরই জন্ম হবে সাউথ এশিয়াতেই।
চীনে জন্ম নেবে ৪৪,৯৪০ শিশু, নাইজেরিয়ায় ২৫,৬৮৫, ইন্দোনেশয়ায় ১৩,২৫৬, যুক্তরাষ্ট্রে ১১০৮৬, কঙ্গোতে ১০,০৫৩ শিশু।
সিডনিতে অন্তত ১৬৮ শিশু জন্ম নেবে, আর টোকিওতে জন্ম নেবে ৩১০ জন, বেইজিংয়ে ৬০৫ জন, মাদ্রিদে ১৬৬ জন এবং নিউ ইয়র্কে ৩১৭ জন।
২০১৭ সালের দিকে তাকালে দেখা যায়, অন্তত ১ মিলিয়ন শিশু জন্মের দিনই মৃত্যুবরণ করে। ২.৫ মিলিয়ন শিশু প্রাণ হারায় তাদের জন্মের মাসেই। তাদের বেশিরভাগই প্রতিরোধ করা যায় এমন সব কারণে প্রাণ হারায়, যেমন অপরিণত বয়সে জন্ম, জন্মদানের সময়ের জটিলতা, পচন বা নিউমোনিয়ার মতো ইনফেকশন। এসবই টিকে থাকার মৌলিক অধিকারের পরিপন্থী। (কালের কন্ঠ)
বার্তা কক্ষ
২ জানুয়ারি,২০১৯