আরাফার দিন, যেখানে সংস্কৃতি ও ভাষার ভিন্নতা সত্ত্বেও হাজিরা আল্লাহর ইবাদত বান্দেগী ও তাঁর নৈকট্য লাভের জন্য একত্রিত হয় এবং আরাফার খুতবা শ্রবণ করে। এই খুতবাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে পৌঁছে দিতে রাজকীয় সৌদি আরব সরকার বিশেষ ব্যবস্হা নিয়েছে।
বাংলাসহ অন্য যে ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা।
দুই পবিত্র মসজিদের খাদেম কর্তৃক গৃহীত হারামাইন শরীফাইন ও আরাফা’র খুতবার তাৎক্ষনিক অনুবাদ প্রকল্পের অংশ হিসেবে, মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ (আর রিয়াসা আল আম্মা) জানিয়েছে, উক্ত খুতবা বিশ্বের এই দশটি ভাষায় সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।
প্রতিবেদক:সাগর চৌধুরী,১৭ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur