দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের পূর্ব দেবপুর-রেললাইন ভায়া ত্বোহা হুজুরের বাড়ি সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ওই ইউনিয়নের সুবিধাভোগী হাজার হাজার পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে।
৩ জুলাই শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ষার মৌসুমে এ সড়ক দিয়ে চলাচল করা ছিলো অসম্ভব। বর্তমানে এ সড়কটি ৬ ফুট থেকে বাড়িয়ে ১০ ফুট চওড়া করার কাজ চলছে।দীর্ঘপ্রতিক্ষিত এ সড়কটির কাজ দ্রুত যাওয়ায় সড়কের দু’পাশের বাসিন্দাদের কিছুটা ক্ষতি হলেও আনন্দিত এই ভেবে যে, তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তব হতে চলেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান কান্তা এন্টারপ্রাইজের প্রতিনিধিরা জানায়, এক কোটি ১৫ লাখ টাকা ব্যায়ে ৯১০ মিটার সড়কে কার্পেটিং দ্বারা উন্নয়নমূলক কাজ, গাইডওয়াল ও ১০ ফিট রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। চলতি বছরেই কাজ শেষ হবার কথা রয়েছে।
এলাকার বাসিন্দা সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলাম হাওলাদার চাঁদপুর টাইমসকে বলেন, আমাদের সম্পত্তির উপর দিয়ে এ সড়ক গিয়েছে। যেহেতু সড়কটি আমাদের একটা বড় পাওয়া, তাই এলাকার উন্নয়নের স্বার্থে আমারা সন্তুষ্ট।
স্থানীয় আমির হোসেন জানান, আমরা এ সড়কটি পাঁকাকরণের জন্য অনেক জনপ্রতিনিধি চেষ্টা করেছেন। কিন্তু তা করা সম্ভব হয়নি। সড়কের কাজ শুরু হওয়ায় আমরা খুশি।
এ ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সেকান্তর মিয়া জানান, আমার সময় এ সড়কটি পাঁকাকরণের জন্য বহু চেষ্টা করেছি। বিভিন্ন সমস্যার কারনে তা আর হয়ে ওঠেনি। অবশেষে সড়কটি হচ্ছে, এলাকার মানুষ এতে উপকার পাবে।
মান্দারী আলিম মাদ্রাসার শিক্ষক আব্দুল গনি বলেন, এ সড়কটি আমাদের দীর্ঘদিনের একটি আশা। মাননীয় শিক্ষামন্ত্রী ও এ ইউনিয়নের কৃতি আলহাজ্ব ডা. দীপু মনি এমপির সহযোগিতায় স্বপ্নটি বাস্তব হতে চলেছে।
স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেক খান চাঁদপুর টাইমসকে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর এলাকাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরণে সর্বাত্মক চেষ্টা করে গিয়েছি। আমাদের ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী একান্ত চেষ্টা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সহযোগিতায় আজ এ সড়কের কাজ শুরু হয়েছে। এজন্যে আমরা শিক্ষামন্ত্রী ও ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।
ঠিকাদার মোঃ শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী চাঁদপুর টাইমসকে বলেন, কাজটি আমি ফরিদগঞ্জের এক ঠিকাদারের কাছ থেকে কিনে নিয়ে দ্রুত নির্মাণ কাজ শুরু করে দেই। কিন্তু কিছু কুচক্রী মহল উন্নয়নের কাজে বাঁধা দিয়ে বদনাম রটানো হচ্ছে। শিক্ষামন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জে.আর ওয়াদুদ টিপু ভাইয়ের ইউনিয়ন হিসেবে এলাকাবাসীর সহযোগিতায় উক্ত কাজটি শতভাগ স্বচ্ছতার সাথে করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী চাঁদপুর টাইমসকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নময় বাংলাদেশ বিনির্মানে মাননীয় শিক্ষামন্ত্রী এ এলাকার কৃতি সন্তান আলহাজ্ব ডা. দীপু মনি এমপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে.আর ওয়াদুদ টিপু ভাইয়ের সর্বাত্মক সহযোগিতায় দেবপুরবাসী পাঁকা সড়কের মুখ দেখতে যাচ্ছে।
শিক্ষামন্ত্রীর উন্নয়নের স্বার্থে সড়কের প্রশস্ত বৃদ্ধির ফলে দুপাশের কিছু গাছ কাটা ও ওয়াল ভেঙে ফেলতে হয়েছে। তারা তাদের এলাকার উন্নয়নের জন্য কিছুটা ক্ষতি মেনে নিয়েছে।
স্টাফ করেসপন্ডেট,৩ জুলাই ২০২১