চাঁদপুর

‘সড়ক নিরাপদ ও দুর্ঘটনা বন্ধ করতে পারলে গড় আয়ু বাড়বে’

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘সড়ক নিরাপদ ও দুর্ঘটনা যদি বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের গড় আয়ু বেড়ে ৭২-৭৩ হয়ে যাবে। সচতেন থাকলে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব।’

‘দোষারপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে’ এ প্রতিপাদ্য নিয়ে শনিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার আয়োজনে র‌্যালি ও সমাবেশপূর্ব উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়ক দুর্ঘটনার কারণ উল্লেখ করতে গিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের প্রায় প্রতিদিনই কিন্তু সড়ক দুর্ঘটনার লোকজন মারা যায়। এর সঙ্গে রাস্তাঘাট, চালক, মানুষের সচতেনতা জড়িত, ড্রাইভারদের চোখের দৃষ্টি জড়িত।’

রাস্তাঘাট উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার অনেকগুলো সড়ক ৪ লেনে করেছেন। সারাদেশই সরকার রাস্তাগুলো ৪ লেনে করা হবে। ২০৩০ সালের মধ্যে এ সড়কগুলো আবার ৮-১২ লেনে পরিণত হবে।’

নিরাপদ সড়ক চাই সংগঠন সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের অত্যন্ত জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন তার পরিবারকে এ সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন। তাঁর পরিবারের মৃত্যুর পরেই কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেছিলেন। আন্দোলনটা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, মানুষ সচেতন হয়েছে। আপানরা যারা এ আন্দোলনের সাথে জড়িত আছেন, মানুষের কল্যাণে নিরাপত্তার জন্য যে আন্দোলন করছেন তাদেরকে সাধুবাদ জানাই।’

সংগঠনটির চাঁদপুর জেলা আহবায়ক এমএ লতিফের সভাপতিত্বে র‌্যালি শেষে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আশারাফুজ্জান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী।

সংগঠনটির সদস্য সচিব মো. শওকত করিম ও যুগ্ম আহবায়ক শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অমেষ চন্দ্র, মাতৃপীঠ সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. আল আমিন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেএম মাসুদ, প্রভাষক রুমা সরকার, রেজাউল করিম, মোখলেছুর রহমান, আব্দুর রহমান গাজী, এমআই দিদার, মাহমুদা খানম, মো. শাহ আলম, সুজয় চৌধুরীর লিটন, মো. দেলোয়ার হোসেন, শরীফুল ইসলাম, মো. ফরহাদ আলম, আরিফ মাহমুদ খান, , রনি ও অমিত সরকার প্রমুখ।

: আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ২২ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম
Share