চাঁদপুরের কচুয়ায় প্রাইভেটকার ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে ৩জন গুরুতর আহত হয়েছে।৪ জুন শুক্রবার বিকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের কচুয়া বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো, কচুয়া পৌরসভার কোয়া গ্রামের আনোয়ার হোসেন,কোয়া-চাঁদপুর গ্রামের নজরুল ইসলাম ও আব্দুল করিম।
আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে বৃদ্ধ আনোয়ার হোসেনের অবস্থার বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, প্রাইভেটকারটি হাজীগঞ্জ থেকে বিশ্বরোড এলকায় পৌছলে পশ্চিম দিক থেকে আসা মিশুকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিশুকের চালকসহ ৩জন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ প্রাইভেটকারসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে সড়ক দুর্ঘটনা রোধে বিশ্বরোড ৪র্থ মূখী রোডে স্প্রিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৪ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur