ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকায় ক্যাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংকের সাবেক জিএমসহ ৩ জনের করুন মৃত্যু হয়েছে। সোমবার(১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটে।
নিহতের স্বজনরা জানান, সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা গ্রামীণ ব্যাংকের সাবেক জি.এম মো.ছিদ্দিকুর রহমান, তার স্ত্রী সেতু আক্তার ও চালক রাসেল হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান।
এসময় গাড়িতে থাকা তার বাসার কাজের মেয়ে রোকসানা গুরুতর আহত হন।
নিহত ছিদ্দিকুর রহমানের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার দোয়াটি ও চালকের বাড়ী একই উপজেলার উত্তর শিবপুর গ্রাম। এদিকে ভবেরচর এলাকায় মর্মান্তিক সড়ক দূঘর্টনায় নিহতদের কচুয়ার দোয়াটি ও উত্তর শিবপুর গ্রামের বাড়ীতে তাদের পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম বইছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
১১ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur