ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত অনুমানিক ৮ টার দিকে চৌরঙ্গী বাজার থেকে তিনশত গজ দক্ষিণে বাংলালিংক টাওয়ার সংলগ্ন পাঁকা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্র সাঈদী (১২) উপজেলার পাহাগাঁও গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিকের ছেলে এবং বীরগড় দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বাজারে আখের রস বিক্রি করে অনুমানিক ৮টার দিকে ঠেলাগাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় পাঁকা রাস্তায় চলন্ত কোন একটি যানবহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সাঈদী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পীরগঞ্জ নামক স্থানে সে মারা যায়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
: আপডেট, বাংলাদেশ সময় ১:৫০ পিএম, ৬ নভেম্বর ২০১৬, রোবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur