বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ফরিদগঞ্জ থানা শাখার সাবেক সাধারণ সম্পাধক মো. কামরুল ইসলাম (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
১০ মে সোমবার মধ্য রাতে ঢাকার মাতুয়াইলে তিনি এ দুর্ঘটনার শিকার হন। কামরুল ফারইস্ট ইসলামী লাইফ ইন্সরেন্স কোম্পানীর ঢাকা সাউথ জোনের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ধানমন্ডি থেকে বাবার সাথে দেখা করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন কামরুল। বাসার কাছাকাছি পৌঁছে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি কার মোটর সাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনি। এ সময় একই দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কামরুল ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের মো. ইসহাক হোসেনের ছেলে। তাঁর ৪ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
১১ মে মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাঁকে ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলার জামায়াত এবং শিবিরের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রতিবেদকঃশিমুল হাছান
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur