চাঁদপুরের হাজীগঞ্জ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ১১ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের হাজীগঞ্জ-গৌরীপুর বিশ্বরোডের পাতানিশ আড়ং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঢাকাগামী পিকআপ ভ্যানের ধাক্কায় লেয়াকত আলী মজুমদার (৬০) নামে পথচারী মৃত্যুবরণ করেন। নিহত বৃদ্ধা পাতানিশ গ্রামের জহির ডাক্তারের বাড়ীর বলে নিশ্চিত করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী পিকআপ ভ্যানটির চালক ঘুমন্ত অবস্থায় সড়কের পাশে গিয়ে বৃদ্ধাকে ধাক্কা দেয় এবং গাছের সাথে আটকে যায় ।
স্থানীয় ইউপি সদস্য সবুজ বলেন, সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মৃত ঘোষণা করা হয়েছে। পিকআপভ্যানটি জব্দ করা হয়। চালক পলাতক রয়েছে।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১১ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur