সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের দু’সাংবাদিক আহত হয়েছে। এরা হচ্ছেন দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ এবং দৈনিক চাঁদপুর বার্তার চীফ ফটোগ্রাফার মো. আলমগীর হোসেন।
জানা যায়, বুধবার চাঁদপুর কুমিল্লা মহাসড়কের মঠখোলা মাজার এলাকায় মোটর সাইকেল যোগে আশিকাটি এলাকায় সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। কেএম মাসুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সে বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যায়। এ সংবাদ পাওয়ার পর চাঁদপুরের সাংবাদিকরা তাদেরকে দেখতে হাসপাতালে যায়।
|| আপডেট: ০৬:০২ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur