মতলব উত্তর

মতলবে সড়ক দুর্ঘটনায় আহত ৪

চাঁদপুর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় রোববার(২৭ নভেম্বর) শিশুসহ ৪জন আহত হয়েছে ।

আহত শিশু তানহা (৫) কে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে প্রেরণ করা হয় এবং অপর ৩জন বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল ও আহতদের সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার হানিরপাড় গ্রামের বাবু (৩৫), সরবত আলী (৩৫) ও দশানী গ্রামের আলী আহমদ (৪০) ঠিকাদারী কাজে মটরসাইকেল যোগে মতলব দক্ষিণ উপজেলায় আসছিলো। পথিমধ্যে উপজেলার লুধুয়া হাই স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির শ্যালোমেশিন চালিত নসিমনের সাথে সংর্ঘষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্বার করে হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার পর ওই নসিমনের চালক পালিয়ে যায়।

অপরদিকে মতলব দক্ষিণ উপজেলার মতলব- পেন্নাই সড়কের নাগদা এলাকায় দ্রুতগামী একটি সিএনজি ওই এলাকার বেপারী বাড়ির মনির হোসেনের মেয়ে তানহা (৫) কে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মতলব হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠায়। ডাক্তার জানায়, তার ডান পায়ের হাঁড় ভেঙ্গে গেছে।

মতলব করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :১১ পিএম, ২৭ নভেম্বর ২০১৬, রোববার
এইউ

Share