সোমবার ০৮ জুন ২০১৫ : ০৯:৪৩ অপরাহ্ন
স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত ডিবি পুলিশের এসআই মামুনুর রশিদের খোঁজখবর নিতে ছুঁটে যান অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস পরিবার।
সোমবার সন্ধ্যায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তৃতীয়তলায় চিকিৎসারত ডিবি পুলিশের এসআই মামুনের চিকিৎসার খোঁজখবর নিতে যান চাঁদপুর টাইমস পরিবার।
এসময় চাঁদপুর টাইমস পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক মিজানুর রহমান রানা, প্রধান সম্পাদক মুসাদ্দেক আল আকিব, নির্বাহী সম্পাদক মো. দেলোয়ার হোসেন, চাঁদপুর টাইমস সম্পাদকমন্ডলীর সদস্য আহমেদ শাহেদ, চাঁদপুর টাইমস পরিবারের সদস্য শরীফুল ইসলাম, আনোয়ারুল হক।
এ সময় চাঁদপুর টাইমস সম্পাদক দুর্ঘটনায় আহত ডিবি পুলিশের এসআই মামুনুর রশিদের বর্তমান শরীরিক অবস্থা জানতে চাইলে তিনি জানান, ‘ঢাকা থেকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে আমি বাকি চিকিৎসার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছি। আপনারা চাঁদপুর টাইমস পরিবার দু’বার আমার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।