কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজার ও নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ি ১০০ গজ সামনেই এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর আহমদ জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টর এবং সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়।
এসময় ট্রাক্টরটি দোকানে ঢুকে পড়ে এবং ওই সিএনজি অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রী নিহত ও দুজন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
কুমিল্লা প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur