ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ সড়কে ট্রাফিকের ভূমিকায় যখন মেয়র

ফরিদগঞ্জ বাজারের প্রধান সড়কে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে ব্যাপক যানজট সৃষ্টি হলে তা নিরসনে ট্রাফিকের ভূমিকায় থাকতে দেখা গেছে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হককে।

এর আগে যানজটের কবলে বাজারের আসা সাধারণ মানুষগুলো ভোগান্তিতে পড়তে দেখা গেছে। সড়কে জনগনের ভোগান্তি লাগবে বিকালে প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন তিন রাস্তার মোড়ে তরুণ এ মেয়র নিজেই নেমে পড়েন।

তিনি দীর্ঘ সময় সড়কে দাঁড়িয়ে থেকে সড়ক যান চলাচলে তিনি সহযোগিতা করেন।

প্রসঙ্গত, ফরিদগঞ্জ বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ কিছু স্থানে যানজট লেগেই থাকে। যেখানে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার ট্রাফিক পুলিশের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়ে আসলেও তা বাস্তবায়ন করতে সক্ষম হয়নি।

তবে বৃহস্পতিবার বিকালে সড়কে যানজট নিরসনে মেয়রের ভূমিকা দেখে সাধারণ জনগন ও সুধী সমাজ তাকে সাধুবাদ জানায় এবং তার পাশাপাশি মেয়রের কাছে দ্রুততম সময়ের মধ্যে সড়কের নিরাপত্তা ও যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার দাবি জানায় তারা।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৯: ২০ পিএম, ২৭ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share