Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ পাইকপাড়ায় ১ কি. মি. সড়কের বেহাল দশা
সড়কের

ফরিদগঞ্জ পাইকপাড়ায় ১ কি. মি. সড়কের বেহাল দশা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কাঁশারা গ্রামের অধিক জনগোষ্ঠীর বসবাস এই গ্রামে। কাঁশারা গ্রামে চলাচলের প্রধান ও সর্বাধিক ব্যবহৃত রাস্তাটি আজও কাঁচা।

এলাকাবাসী জানায়,এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত এই অঞ্চলের শত শত কোমলমতি মক্তব, স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্র- ছাত্রী, মসজিদের মুসল্লী ও গ্রামবাসী হাট-বাজার, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ এবং ভূমি অফিসে যাতায়াত করতে এই রাস্তা ব্যবহার করেন। সন্তানসম্ভবা মা, মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে গ্রামে এম্বুলেন্স প্রবেশ করতে না পারায়, রোগীর আত্মীয় স্বজনকে চরম উৎকণ্ঠায় কাটাতে হয় সব সময়।

কৃষিপণ্যসহ গ্রামের সব ধরনের মালামাল এই রাস্তা ব্যবহার করেই আনা-নেওয়া করা হয়। মূলত এই রাস্তা ব্যবহার করেই গ্রামবাসীকে আঞ্চলিক সড়কে উঠতে হয়। এই কাঁচা রাস্তার কারণে গ্রামের বিপুল জনগোষ্ঠী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন, তা থেকে তাদের মুক্ত করতে রাস্তাটি পাকা করা অতি জরুরী।

এমতাবস্থায়, এলাকাবাসী এ রাস্তা নির্মানের বিষয়ে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগ এর সু-দৃষ্টি করছেন।

প্রতিবেদকঃ শিমুল হাছান, ৩১ আগস্ট ২০২১