চাঁদপুরের শাহরাস্তির চিতোষী-সোনাপুর সড়কের ৬টি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বহুল প্রতিক্ষীত চিতোষী-সোনাপুর সড়ক।
স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের উন্নয়ন কাজের অনন্য দৃষ্টান্ত। প্রায় দেড় শত কোটি টাকা ব্যয়ে চিতোষী-সোনাপুর, নরিংপুর, উঘারিয়া, কালীবাড়ি দোয়াভাংগা জুড়ে শাহরাস্তি উপজেলার প্রধান সড়কগুলোর উন্নয়ন কাজ করা হয়। দীর্ঘদিন এসব সড়ক দিয়ে শাহরাস্তি উপজেলার জনসাধারণ দুর্ভোগ সহ্য করে আসছিল।
বর্তমানে এ সকল সড়কের কাজ সম্পন্ন হওয়ায় এ উপজেলার জনগণ স্বস্তিতে যাতায়াত করে আসছে। কিন্তু প্রায় দুই বছর অতিবাহিত হওয়ার পরও চিতোষী-সোনাপুর সড়কের নবনির্মিত ৬ টি ব্রিজের অ্যাপ্রোচ সড়কের কাজ না করায় জনগণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ কাজ না করে ফেলে রাখার কারণে উপজেলার দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়তে থাকে।
জনগণের দুর্গতি দেখে উপজেলা তাঁতী লীগ নেতা চিতোষী পশ্চিম ইউনিয়নের কালোচোঁ গ্রামের মোঃ মাঈন উদ্দিন মানিক ১২ মার্চ স্থানীয় সংসদ সদস্য মহোদয়কে এ বিষয়টি লিখিতভাবে অবগত করেন।
স্থানীয় সংসদ সদস্য অবগত হওয়ার পর গত ৯ এপ্রিল থেকে ব্রিজের এ্যপ্রোচ সড়ক পাকাকরণের কাজ শুরু করে ঠিকাদার কর্তৃপক্ষ। কিন্তু কাজ শুরু হওয়ার পর কাজের মান দেখে অসন্তোষ প্রকাশ করে এলাকাবাসী। তাদের দাবি নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে, যাতে করে অল্প কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে এবং এ এলাকার জনগণ দীর্ঘ সময় ধরে আবার যুদ্ধ করতে হবে।
তাঁতী লীগ নেতা মাঈন উদ্দিন মানিক জানান, বিষয়টি এমপি মহোদয়কে জানানো হয়েছে। স্যার এ বিষয়ে পদক্ষেপ নিবেন। আমরা চাই যথাযথ নিয়ম মেনে সড়কের কাজ করা হোক। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কাউকেই তোয়াক্কা না করে তাদের মর্জি মতো নিম্ন মানের ইট দিয়ে কাজ করে যাচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২৪ এপ্রিল ২০২১