চাঁদপুরের কচুয়া উপজেলার চাংপুর শিমুলতলী (তেগুরিয়া) বিতারা-বাইছারা প্রায় ৬ কি.মি সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যান চলাচলে ভোগান্তি চরমে পৌছেছে।
বর্ষার বৃষ্টির পানি সড়কের বিভিন্ন স্থানে জমে খনা খন্দের সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে ভুক্তভোগী যাত্রীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০১৫ সালের ২৮ মার্চ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রায় ৬ বছর পূর্বে সড়কটি সংস্কার কাজের উদ্বোধন করেন।
পরবর্তীতে সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটিতে বৃষ্টির পানি ঝমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভুক্তভোগী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় অভয়পাড়া গ্রামের অধিবাসী হাজী শাহজাহান জানান, এ অঞ্চলের ২০ গ্রামের হাজারো মানুষের চলাচলের ভরসা, এ সড়ক ছাড়া বিকল্প কোন সড়ক নেই। সাধারণ ব্যবসায়ীরা পণ্য আমদানী করতে, বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা ও বাজারে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় লোকজন জানান, কয়েক বছর আগে রাস্তাটি সংস্কার করা হলেও ঠিকাদার নিন্মমানের কাজ করায় ক’বছর যেতে না যেতেই বেহাল দশায় পরিনত হয়।
বর্তমানে সড়কটির বেহাল দশা হওয়ার কারণে দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ।
এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তা সৈয়দ মো. জাকির হোসেন বলেন, তেগুরিয়া চাংপুর-বিতারা-বাইছারা সড়কের সংস্কার কাজের জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে, অনুমোদন পেলে কাজ শুরু হবে।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ১৮ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur