সৎ বাবার কাণ্ড : ১০ বছর বয়সে সন্তান জন্ম দিল স্কুলছাত্রী

Monday, ‎20 ‎July, ‎2015  02:03:03 AM

চাঁদপুর টাইমস আন্তর্জাতিক ডেস্ক:

সৎ বাবার লালসার শিকার হয়ে ১০ বছর বয়সেই সন্তানের জন্ম দিল ব্রাজিলের একটি মেয়ে।
স্কুলে থাকাকালীন পেটে ব্যথা অনুভব করায় স্কুলের শিক্ষিকারা মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। এরপরই হাসপাতালের চিকিৎসক বুঝতে পারেন, মেয়েটি ৭ মাসের অন্তঃসত্ত্বা।

মেয়েটির অবস্থার কথা চিন্তা করে বাচ্চাটি প্রসব করানো হয়। গর্ভবতী নাবালিকা হলেও সুস্থই রয়েছে শিশুটি। ওই নাবালিকাও সুস্থ রয়েছে।

পুলিশ সূত্রে খবর, মেয়েটিকে শারীরিকভাবে নিগ্রহ করে তার সৎ বাবা। এতেই সে গর্ভবতী হয়ে পড়ে। বছর ৪০-এর ওই ব্যক্তির বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণ ও বেআইনী আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মেয়েটির মা জানিয়েছেন, তিনি এব্যাপারে কিছুই জানতেন না। এমনকী মেয়েটির পেট যে স্বাভাবিকের থেকে বেশি স্ফীত হচ্ছে তাও তিনি লক্ষ্য করেননি।

মেয়েটি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে, এই ঘটনা জানাজানি হলে তার মা ও ভাইকে প্রাণে মারার হুমকি দিয়েছিল তার সৎ বাবা। সেই কারণেই গোটা ঘটনাটি চেপে গিয়েছে।

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share